May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 12th, 2025, 5:05 pm

বৃষ্টি উপেক্ষা করে সিলেটে নার্সদের আন্দোলন

এস এ শফি, সিলেট: বৃষ্টিকে উপেক্ষা করে ‘এইচ এস সির পর ডিপ্লোমা নয়, ডিপ্লোমার পরিবর্তে সমমান ডিগ্রি চাই’ শীর্ষক ১দফা দাবিতে সামনে রেখে আন্দোলনে নেমেছে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারিতে অধ্যায়নরত শিক্ষার্থী ও নার্সরা।
সোমবার (১২ মে) সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি শুরু করে বিভাগের ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি নেতৃবৃন্দরা। এসময় কয়েকশ’ শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই’।
শিক্ষার্থীরা জানান, সিলেটসহ সারাদেশে এইচএসসি পরীক্ষা শেষে ৩বছরের জন্য নার্সিং বা মিওয়াইফারি ডিপ্লোমা কোর্সে ভর্তি হন শিক্ষার্থীরা। ৩বছরের ডিপ্রোমা শেষে বাধ্যতামূলক ৬মাসের ইন্টার্নশীপও করতে হয়। কিন্তু এ ডিপ্লোমা শেষে সনদকে ডিগ্রি সমমানের দেওয়া হয় না। এতে অনেক ডিপ্লোমাধারী শিক্ষার্থী বিপাকে পড়েন।
শিক্ষার্থীরা আরও জানান, উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে আবেদন করতে গেলেও ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের মর্যাদা পাওয়া যায় না, যা এইচএসসি সমমান বা প্রাক-ডিগ্রি স্তর হিসেবে মূল্যয়ন করা হয়।  ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ অনেক উন্নত দেশ শুধুমাত্র ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং বা সমমানের ডিগ্রিধারীদের উচ্চশিক্ষার জন্য গ্রহণ করে। এতে অনেকে তাদের উচ্চ শিক্ষায় বিশেষ সুযোগ-সুবিধাগুলো পায় না।
এছাড়া অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্দিষ্ট ক্রেডিট আওয়ার প্রয়োজন হয়, যা ডিপ্লোমা কোর্সে কম থাকে। এতেও ডিপ্লোমাধারীদেরকে বিপাকে পড়তে হয়, এমনকি ভাল ভাল ‍সুযোগও হাতছাড়া হয়ে যায় শিক্ষার্থীদের।
এর প্রেক্ষিতে এইচএসসি পরীক্ষার পর নার্সিং ও মিডওয়াফারি ৩বছরের ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করতে দীর্ঘদিন থেকেই আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
এ জন্য আজ আন্তর্জাতিক নার্স দিবস পালনকে উপেক্ষা করে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করতে ১দফা দাবিতে এ সব শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে বলে জানা গেছে।