September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 2:16 pm

বৃষ্টি হলেই ইন্টারনেট ‘স্লো’, গতি বাড়াতে যা করবেন

ভারি বৃষ্টি হলে অনেক ব্যবহারকারী লক্ষ্য করেন, হঠাৎ করে তাদের ইন্টারনেট স্পিড কমে যায়। তখন অনেকে রাউটার বা ওয়াই-ফাইকে দোষারোপ করলেও আসল সমস্যার উৎস বেশিরভাগ সময়ে লাইন, ব্যাকহল বা বাইরের নেটওয়ার্কে থাকে।

কেন হয় এমন?

বিশেষজ্ঞরা জানান, কপার তারভিত্তিক সংযোগ (এডিএসএল/এফটিটিসি) পানিতে ভিজে গেলে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। ফাইবারে এ সমস্যা তুলনামূলকভাবে কম হলেও, জয়েন্ট বক্স বা পাওয়ার নোডে পানি ঢুকলে গতি কমে যেতে পারে কিংবা সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।

অন্যদিকে, ৪জি/৫জি বা স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে ভারি বর্ষণে উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যাল ব্যাহত হয়, ফলে স্পিড নেমে আসে।

 

রাউটার আসলে নির্দোষ

 

ঘরের ভিতরের ওয়াই-ফাই সিগন্যাল বৃষ্টিতে প্রভাবিত হয় না। ধীরগতির মূল কারণ থাকে বাইরের নেটওয়ার্ক বা ব্যাকহলে, যা ব্যবহারকারীর কাছে রাউটারের সমস্যার মতো মনে হয়।

 

যা করবেন

 

ইথারনেট টেস্ট: রাউটার থেকে সরাসরি ল্যান কেবলে কম্পিউটারে স্পিড পরীক্ষা করুন। স্পিড ঠিক থাকলে সমস্যা ওয়াই-ফাইতে।

রাউটার রিস্টার্ট: ৩০ সেকেন্ড বন্ধ রেখে পুনরায় চালু করুন।

ফার্মওয়্যার আপডেট: রাউটার সর্বশেষ সংস্করণে আপডেট করুন।

ওয়াই-ফাই ব্যান্ড পরিবর্তন: 2.4GHz ও 5GHz—দুটো ব্যান্ড পরীক্ষা করে স্থিতিশীল ব্যান্ড ব্যবহার করুন।

পাওয়ার ও সার্জ চেক: ইউপিএস বা সার্জ প্রোটেক্টর ব্যবহার করে রাউটার সুরক্ষিত রাখুন।

আইএসপি যোগাযোগ: বাইরের নেটওয়ার্কে সমস্যা থাকলে আইএসপিকে অবহিত করুন।

 

স্থায়ী সমাধান

কপার লাইন বাদ দিয়ে ফাইবার সংযোগে আপগ্রেড করুন।

আউটডোর ডিভাইসে ওয়েদার-প্রুফ কভার ব্যবহার করুন।

সার্জ-প্রোটেকশন ও পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করুন।

আইএসপি-র এসএলএ ও রক্ষণাবেক্ষণ চুক্তি যাচাই করুন।

 

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, বৃষ্টির সময় স্পিড টেস্ট করে লগ সংরক্ষণ করলে সমস্যার সঠিক উৎস চিহ্নিত করা সহজ হয়। আইএসপি-কে সেই লগ রিপোর্ট করলে সমাধানও দ্রুত মেলে।

সারসংক্ষেপ: বৃষ্টি হলে ইন্টারনেট ধীরগতি হওয়া অস্বাভাবিক নয়। রাউটার নয়, আসল সমস্যা থাকে বাইরের নেটওয়ার্কে। নিয়মিত পরীক্ষা, রাউটার রিস্টার্ট, সার্জ প্রোটেকশন, পাওয়ার ব্যাকআপ এবং আইএসপি-র সঙ্গে সমন্বয়ই এ সমস্যার মূল সমাধান।

 

 

এনএনবাংলা/