প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দু’দেশের মধ্যে বাণিজ্য প্রসার ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিতকরণের উপায় বের করতে আলোচনা করেছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান দেশটির বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী ড্যান তেহানের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ বৈঠক করেছেন।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আসন্ন সভা ক্যানবেরায় ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভাকে সামনে রেখে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) অধীনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটি গঠিত হয়।
সম্প্রতি অস্ট্রেলিয়া বাংলাদেশের অবকাঠামো, আইটি, মাইনিং ও অন্যান্য সম্ভাবনাময় খাতে দেশটির ব্যবসার জন্য প্রধান প্রধান সুযোগ চিহ্নিত করতে একাধিক গবেষণার অনুমোদনের ঘোষণা দিয়েছে।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের উত্তর ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রথম সহকারী সচিব গ্যারি কাওয়ান এবং মন্ত্রীর উপদেষ্টা লাচলান স্মিথ।
—ইউএনবি
আরও পড়ুন
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক