January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 29th, 2022, 9:41 pm

বৃহস্পতিবার রাত থেকে ৫০ ঘণ্টা বন্ধ থাকবে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ

ফাইল ছবি

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রিপেইড মিটার রিচার্জ বৃহস্পতিবার রাত থেকে ৫০ ঘণ্টা বন্ধ থাকবে।
ডেসকোর গণবিজ্ঞপ্তি অনুসারে, কারিগরি উন্নয়ন কাজের কারণে বৃহস্পতিবার রাত ৫টা ৫৯ মিনিট থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গ্রাহকদের সব ধরনের প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে।
এ সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে এবং যে কোনো প্রয়োজনে ১৬১২০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে ডেসকো।
সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।
মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তর খান, দক্ষিণ খান, বারিধারা, বাড্ডা, টঙ্গী ও পূর্বাচলসহ ঢাকা শহরের পশ্চিম, উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের ৪০০ বর্গকিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ডেসকো।
ডেসকোর ১০ লাখ ৬১ হাজার ৮৪৮ জন গ্রাহকের মধ্যে প্রায় পাঁচ লাখ ৭২ হাজার ৬৯২ জন গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করেন।

—ইউএনবি