কার্যক্রমে নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীসহ সারাদেশের দোকান ও শপিংমল খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল যথারীতি খোলা থাকবে।”
সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, “একটি দলের ‘লকডাউন’ কর্মসূচি থাকায় অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই যেন ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য সবাই একযোগে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।”
তবে ঢাকার কিছু এলাকায় বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সে অনুযায়ী দোকান বন্ধ থাকবে বলেও তিনি জানান।
“যাদের সাপ্তাহিক বন্ধ, তারা যথারীতি বন্ধই রাখবে,” বলেন নাজমুল হাসান।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার সংক্রান্ত রায় ঘনিয়ে আসায় আওয়ামী লীগ ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘোষণা দেয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
কাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের হকি সিরিজ
বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন
ঢাকায় ধোলাইপাড়ে বাসে আগুন