গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এর রোগমুক্তিতে আল্লাহর রহমত কামনায় রবিবার বাদ জোহর বগুড়ার গাবতলী সুখানপুকুরের ধলিরচর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
দেশমাতা বেগম খালেদা জিয়া এর সুখানপুকুর ইউনিয়ন নির্বাচন কমিটির আয়োজনে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ইউনিয়ন নির্বাচন কমিটির উপদেষ্টা আফছার আলী, আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মামুন, মোস্তাফিজার রহমান মোস্তা, সদস্য সুমন মিয়া, মাহফুজার রহমান মানু, নজরুল ইসলাম, ইমরান হোসেন, সুলতান মাহমুদ, ইয়াছিন আলী, ফুয়াদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মানিক মিয়া, শফিকুল ইসলাম, আরমান ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা আব্দুল মোতালেব সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। শেষে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
এরপর মহিলা কর্মীদের নিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বান্ডিল বিতরণকালে বক্তব্য রাখেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহমিনা আক্তার রুমা সহ মহিলা কর্মীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

আরও পড়ুন
ধানের শীষের প্রচারণায় মুখরিত রংপুর সদরের খলেয়া ও হরিদেবপুর ইউনিয়ন
হোসেনপুর থানায় নতুন ওসির যোগদান
সারিয়াকান্দি ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি সদস্যবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সংবর্ধনা