December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 6:57 pm

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেতগাড়ী মদিনা মসজিদে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ১৫ ডিসেম্বর সোমবার বাদআছর বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী মদিনা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল পূর্বে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যাশা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র,স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং আপসহীনতা দেখিয়েছেন। সে কারণে তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশমাতার অসুস্থতার কারণে সমগ্র দেশবাসী দোয়া ও মিলাদ মাহফিল করছেন। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে  মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছেন। গরু-ছাগল সাদকায়ে জারিয়া দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মন্দিরে গীতা পাঠ ও প্রার্থনা করেছেন। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশ ও মানুষের সেবায় কাজ করবেন।

দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

অত্র এলাকাবাসীর পক্ষে শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য ও ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মিন্টু’র আয়োজনে দোয়া মোনাজাতে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বাদশা সরকার, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সদস্য খলিলুর রহমান, বগুড়া শহর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন লবণ, বিএনপি নেতা মোহসিন আলী, রফিকুল ইসলাম, তমিজ উদ্দিন, এনামুল হক, খাইরুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী,

বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, সাজেদুল ইসলাম, মশিউর রহমান বাবু, মনিরুজ্জামান মানিক, আজমল হক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা জিয়া পরিষদ নেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা নাহিদ হাসান সাম্য সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।