গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আজকের ছাত্র-ছাত্রীরা আগামীদিনে দেশ ও জাতির ভবিষ্যৎ। অভিভাবকদের কর্তব্য সন্তানদের সুন্দরভাবে গাইড করা। শিক্ষকদের কাজ ছাত্র-ছাত্রীদেরকে সুন্দরভাবে পাঠদানের মাধ্যমে শিক্ষিত করা। শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা কমিটির ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের কাজ তারা সার্বিকভাবে প্রতিষ্ঠান পরিচালনায় কোনরকম ঘাটতি না থাকে সেটাই ম্যানেজিং কমিটির দায়িত্ব। শিক্ষক কর্মচারী সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিষ্ঠানটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন ভার্চুয়ালির মাধ্যমে। তারেক রহমান ঘন্টার পর ঘন্টা ছোট ছোট বাচ্চাদের কথা শুনেছেন এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ছোট্ট শিক্ষার্থীরা শুধু শিক্ষার ওপর কথা বলেছেন সেখানে কোন রাজনৈতিক কথা হয়নি। তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের শিক্ষার মান বৃদ্ধি করতে। একমাত্র বেগম খালেদা জিয়ার সরকার শিক্ষা জাতির মেরুদন্ড এটা বাস্তবায়ন করেছিলেন। পাকিস্তান আমলে আইয়ুব হটাও আন্দোলনে দেয়ালে লেখা ছিল শিক্ষা খাতে বাজেট বাড়াও। বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন। তার মন্ত্রিপরিষদের সকল সদস্য আপত্তি দিয়েছিলেন। তারপরেও খালেদা জিয়া শিক্ষা খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর শিক্ষকদের পদোন্নতি দিয়েছেন। স্বচ্ছতার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়েছেন। বিএনপির সরকারের এক নম্বর খাত হচ্ছে শিক্ষা খাত। ছেলেমেয়েদের শিক্ষিত করে গড়ে তুলুন তারা সমাজ দেশ ও দেশের সুনাম বয়ে আনবে। একটি শিক্ষিত মেয়ে শিক্ষিত ছেলের চেয়ে দ্বিগুণ ভালো। শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি তৈরি করতে পারে। অভিভাবকরা ছেলেমেয়েদের লেখাপড়া শেখার জন্য ভালো পরিবেশ তৈরি করে দিবেন। লেখাপড়া না শিখলে দেশ, জাতি ও সমাজের কোন উপকার করা যায় না। তিনি রবিবার মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবসীর সমন্বেয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অএ মাদ্রাসার সভাপতি ও ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মোহনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী। অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আব্দুর রহিমের পরিচালনায় আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, মহিষাবান সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসা’র সভাপতি মোশারফ হোসেন শাহীন, সুপার মাওঃ মোঃ আব্দুল বাছেদ, বাগবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম, তল্লাতলা দাখিল মাদ্রাসার সুপার তরিকুল আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু,দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাছিন বিল্লা মুন, মহিষাবান ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইরুল ইসলাম,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী সহ অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ।
শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

আরও পড়ুন
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সখীপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে ছেলের ১৫ দিনের কারাদণ্ড