December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 7:49 pm

বেগম রোকেয়া দিবসে ‎ফেনীতে পাঁচ অদম্য নারীকে সমমনা প্রদান  

‎ফেনী প্রতিনিধি

‎বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে প্রতিবারের মতো এবাররো বিভিন্ন ক্ষেত্রে নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফেনীতে পাঁচ বিশিষ্ট নারীকে অদম্য নারী পদক তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।  গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনী আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ জনের হাতে এই পদক তুলে দেয়া হয়েছে।

‎মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইসমাইল হোসেন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর নিশাত তাবাসসুম  ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। এসময় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা অদম্য নারী পদক পাওয়া পাঁচ নারীকে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন।

‎এবার যারা পদক পেলেন তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পরশুরামের চুমকি কর্মকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ছাগলনাইয়ার মোসাম্মৎ শিরিন আক্তার, সফল জননী নারী সোনাগাজীর বেগম তাজকেরা চৌধুরী, জীবন সংগ্রামে জয়ী নারী সোনাগাজীর শিরিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদানের জন্য ছাগলনাইয়ার শাহনাজ আক্তার।