January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 11th, 2023, 9:36 pm

বেঙ্গালুরু বুলসে বাংলাদেশের লিটন

অনলাইন ডেস্ক :

গতবার দাবাং দিল্লির হয়ে প্রো কাবাডি লিগে অংশ নিয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় লিটন আলী। এবার দল পাল্টে জায়গা করে নিয়েছেন বেঙ্গালুরু বুলসে। নিলামে বাংলাদেশ পুলিশ কাবাডি দলের খেলোয়াড়কে ১৩ লাখ রুপিতে কিনে নিয়েছে ভারতের দক্ষিণের শহরের ক্লাবটি। দুই দিনব্যাপী নিলামে বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম থাকলেও শুধু লিটনই বিক্রি হয়েছেন। আগামী ২ ডিসেম্বর থেকে ১২ দল নিয়ে প্রো কাবাডি লিগের দশম আসর শুরু হবে।

গতবার বাংলাদেশ থেকে দুজন সুযোগ পেলেও এবার শুধু লিটনই দেশের প্রতিনিধিত্ব করবেন। গতবার ছিলেন দিল্লির দলে। দ্বিতীয়বারের মতো প্রো কাবাডি লিগে খেলতে যাচ্ছেন। ২৯ বছর বয়সী ডিফেন্ডার উচ্ছ্বসিত হয়েবলেছেন, ‘আবারও প্রো কাবাডি লিগে সুযোগ পেয়েছি। ভালো লাগছে। এবার আমরা আশা করেছিলাম কয়েক জন খেলার সুযোগ পাবো। কিন্তু তা হয়নি। আমি একাই পেয়েছি। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’