চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হাসপাতালের বিল দিতে ব্যর্থ হয়ে নবাজক বিক্রি করে দেয় এক অসহায় মা। পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে ফিরেয়ে দেয় উপজেলা প্রশাসন।
বুধবার বিকালে মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্রামের তামান্না বেগম (২৮) নামে এক নারীকে বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা হলে ৪০ হাজার টাকা বিল হয়। কিন্তু এত টাকা দেয়া তার পক্ষে সম্ভব না জেনে শিশুটিকে বিক্রির প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান।
বৃহস্পতিবার এলাকায় এ ঘটনা জানাজানি হলে বিকাল থেকে রাত অবধি সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে উপজেলার ষাটনল ইউনিয়নের শীমলা আক্তার নামে এক নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উভয়পক্ষের মুচলেকা প্রদানের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পারস্পারিক সিদ্ধান্তের মাধ্যমে এ ঘটনাটি ঘটিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান ইউএনবিকে বলেন, শিশুটিকে উদ্ধার করে তার নিজ মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত।
এ ছাড়া ইউএনও ওই শিশুর জন্য তার মায়ের কাছে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২