টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়েই চলেছে। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর তথ্যমতে, আজ বুধবার (২২ অক্টোবর) এক ডলারের বিক্রয়মূল্য ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সার মধ্যে অবস্থান করছে। গত সপ্তাহে ডলারের সর্বোচ্চ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
ব্যাংক কর্মকর্তারা জানাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের বেশি দামে ডলার কেনা, আমদানি এলসি খোলার সংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক কারণে সম্প্রতি ডলারের দাম ঊর্ধ্বমুখী।
আজ সোনালী ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা এবং ক্রয়মূল্য ১২১ টাকা ৬০ পয়সা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা, ক্রয়মূল্য ১২১ টাকা ৭৫ পয়সা। অন্যান্য ব্যাংকে ডলারের বিক্রয় ও ক্রয়মূল্য ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সার মধ্যে ওঠানামা করছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তঃব্যাংক বিনিময় হারকেও প্রভাবিত করছে।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ৬.৩ বিলিয়ন ডলারের আমদানি এলসি খোলা হয়েছে, যা আগস্টে ৫.৩৮ বিলিয়ন ডলারের তুলনায় বেশি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে ৩৮ মিলিয়ন ডলার (প্রতি ডলার ১২১.৮০ টাকায়) কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২.১২ বিলিয়ন ডলার কেনা হয়েছে।
ডলারের এই ওঠানামা আমদানিকারক ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের চাপ এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাহিদা ডলারের বাজারে সরাসরি প্রভাব ফেলছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
কাভা কাপ ভলিবলে জয় দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন মিশন শুরু
জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানী লিমায় জরুরি অবস্থা জারি
মিরপুরের কালো পিচ দেখে ভেবেছিলাম টিভি নষ্ট: উইন্ডিজ স্পিনার আকিল