পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচার মামলায় গ্রেপ্তার মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে উভয় পক্ষের যুক্তি শোনার পর বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়ার কয়েক মিনিট পরই কাঠগড়ায় রাখা বেঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এনায়েত করিম চৌধুরী। পরে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাকে হাজতখানায় নেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও মেঝ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, তারা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিদেশে পাচার করেছেন।
তদন্তের সময় এ অর্থপাচারের সঙ্গে এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতার প্রমাণ পায় দুদক।
এনএনবাংলা/
আরও পড়ুন
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা