পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর বয়সে বেনজীর আহমেদ অবসরে যাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) থাকবেন তিনি।
এতে আরও বলা হয়, তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ এবং অবসর-পরবর্তী ছুটির সুবিধা পাবেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ২০২০ সালের ৮ এপ্রিল বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক পদে নিযুক্ত হন।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার