বেনাপোলে এক কেজি ১৬২ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
মঙ্গলবার ভোররাতে সাদিপুর সীমান্ত থেকে এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সীমান্তের চেকপোস্ট সাদিপুর সড়কের ব্রিজের পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে।
তিনি আরও বলেন, পুলিশের ধাওয়া খেয়ে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে কসটেপ খুলে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ১৬২ গ্রাম। উদ্ধার স্বর্ণের মূল্য এক কোটি টাকা।
উদ্ধার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে বলে ওসি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
জুলাই-আগস্ট গণহত্যা ৩৩৯ অভিযোগে ১৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা, গ্রেফতার ৫৪
রাজউকের প্লট দুর্নীতিঃশেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত