Wednesday, February 9th, 2022, 8:08 pm

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

বেনাপোল বন্দর এলাকায় ওয়ারেন্টভুক্ত ৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশের একাধিক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- বেনাপোল বন্দর থানার বারপোতা গ্রামের মো. রাসেল (৩৫), আনোয়ার হোসেন (৩৮), আব্দুল কুরবান আলী (৩৪) মো. মহিদুল ইসলাম (৩০), মো. এনামুল হাসান (২৮) মো. রহমত আলী (৩২) মো. আবুল বাশার (৪৩) মো. সফিকুল ইসলাম বুড়ো (৩৭) ও মো. নাজিম উদ্দিন(২৯)।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। আজ দুপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক এসব আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

—-ইউএনবি