যশোরের বেনাপোল থেকে ভারতে পাচারের সময় পাঁচ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে বেনাপোল-যশোর সড়কের নতুনহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নড়াইলের কালিয়ার খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪৩) ও একই এলাকার হারিয়াস সরদারের ছেলে ইমরান হোসেন (৩৫)।
৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌফিক মাহমুদ জানান,যশোর থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলগামী একটি মোটরসাইকেল থেকে দুজনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে ৫০টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ গুলোর সিজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।
দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছেন বলে জানান আটক ব্যক্তিরা। বিনিময়ে তাদের স্বর্ণের বার প্রতি তিন হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। বিজিবি স্বর্ণের মূল মালিককে আটকের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলেও জানায় বিজিবি।
—ইউএনবি
আরও পড়ুন
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?
রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আওয়ামীলীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদ করেছে নাগরিক পার্টি-এনসিপি