চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে ৯ টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় পাসপোর্টধারী এক যাত্রীকে আটকের দাবি করেছে বন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। সোমবার দুপুরে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটক সিদ্দিকুর রহমান (৪৫)। তিনি বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন পাসপোর্টধারী যাত্রী স্বর্ণের একটি বড় চালান নিয়ে ভারতে যাচ্ছে এমন ধরণের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা সদস্যরা ইমিগ্রেশন এলাকা থেকে সিদ্দিকুর রহমানকে আটক করে। পরে দেহ তল্লাশি করে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো এক কেজি ৪৪ গ্রাম ওজনের ৯টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ টাকা।
আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
—ইউএনবি
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি