বেনাপোল চেকপোস্ট থেকে ৩০ হাজার আমেরিকান (ইউএস) ডলার উদ্ধার করা হয়েছে। এই সময় ৩৮ বছরের এক নারীকে আটক করে যশোর ৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দরের প্যাচেনজার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা।
আটক জেরিন সুলতানা আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি বিজিবি টহল দল প্যাচেনজার টার্মিনালের সামনে অভিযান চালায়। পরে বিকাল ৫টার দিকে ওই নারী প্যাচেনজার টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব