January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 28th, 2022, 8:53 pm

বেনাপোল বন্দরে বোমা হামলায় আহত ২০, বাণিজ্য স্থগিত

যশোরের বেনাপোল বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম দখল নিতে অজ্ঞাত দুর্বৃত্তদের বোমা হামলায় পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বন্দরের শ্রমিক সংঘটনের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ দিকে এ ঘটনার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাশ প্রক্রিয়া স্থগিত রয়েছে।

বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহিদুজ্জামান অহিদ জানান, একদল দুর্বৃত্ত বন্দরের সামনে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

গুরুতর আহত বন্দর কর্মী ইমরান হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ‘রাশেদ বাহিনীর লোকজন বন্দরে বোমা হামলা চালিয়েছে।’

বন্দর হ্যান্ডলিং চুক্তি নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

নাভারন পুলিশের ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে রাশেদ কাউন্সিলরের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।’

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি