November 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 16th, 2025, 3:40 pm

বেনাপোল সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

 

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত ১০টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেওয়া হয়। পরে বেনাপোল পোর্ট থানা থেকে জিডি মূলে ওই ১৫ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বিজিবি সূত্রে জানা গেছে, ভালো কাজের আশায় সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এসব নারী-পুরুষ। প্রায় চার বছর ধরে তারা কলকাতা অঞ্চলে অবৈধভাবে বসবাস করছিলেন। এসময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। এরপর শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি প্রবীন চান্দ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাদের থানায় নিয়ে আসে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন— আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকায়।

বেনাপোল পোর্ট থানার ওসি আব্দুল আল মামুন সাহা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ শিশুসহ ১৫ নারী-পুরুষকে বিজিবির হাতে তুলে দেয়। পরে বিজিবি তাদের থানায় হস্তান্তর করলে নিয়মিত জিডি করে পরিবারের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।

এনএনবাংলা/