January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 2nd, 2022, 8:40 pm

বেপরোয়া গতিতে নিয়ন্ত্রন হারিয়ে নছিমন পুকুরে

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যা শরীয়তপুর সড়কে বেপরোয়া গতিতে নছিমন নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ২ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় ডামুড্যা শরীয়তপুর মহা সড়কের তিনখাম্বা নামক স্থানে ডামুড্যা থেকে কেউরভাঙ্গা যাওয়ার পথে বেপরোয়া গতির কারণে একটি নছিমন ৭৫ ব্যাগ সিমেন্ট নিয়ে পুকুরে পড়ে যায়। এতে কোন লোক হতাহত হয়নি, কিন্তু গাড়ীটির ব্যাপক ক্ষতি সাধিত হইয়াছে। নছিমন চালকের নাম জানতে চাইলে সে নাম জানাতে অপরাপগতা প্রকাশ করে বলে, গাড়িটির চাকা পাংচার হয়ে এই দূর্ঘটনা ঘটেছে। কিন্তু পথচারীরা বলেন নছিমনটি বেপরোয়া গতিতে ডামুড্যা থেকে তিনখাম্বার দিকে ধেয়ে আসার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায়। পথচারীরা নছিমনের চালক এবং মালামাল উদ্ধার করেন। স্থানীয় জনগণ বলেন নছিমান করিমনের কারণে রাস্তা দিয়ে হাটার সময় আতঙ্কে থাকি। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।