দক্ষিণ এশিয়ার বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন COSCAP-SA (Cooperative Development of Operational Safety and Continuing Airworthiness Programme – South Asia)-এর স্টিয়ারিং কমিটির ৩২তম সভা ২২-২৪ এপ্রিল ২০২৫ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে বেবিচক চেয়ারম্যান ২০২৬ সালের জন্য COSCAP-SA-এর সভাপতির দায়িত্ব লাভ করেন, যা দেশের এভিয়েশন খাতের জন্য একটি গৌরবময় অর্জন।
COSCAP-SA-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী এ স্টিয়ারিং কমিটির সদস্যরা দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্রসমূহের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বা চেয়ারম্যান। এবারের সভায় বিগত এক বছরের কার্যক্রমের পর্যালোচনা, ২০২৫-২০২৬ সালের বার্ষিক কর্মসূচির অনুমোদন এবং আর্থিক প্রতিবেদন পেশ করা হয়। সভার সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ও শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল সাগারা কোটাকাডেনিয়া (অবঃ)।
সভায় অংশগ্রহণকারী সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ICAO-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব Tao Ma, FAA, Boeing, Airbus ও EASA-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। Boeing-এর পক্ষ থেকে “Flight Data Monitoring” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা এবং ICAO APAC অফিসের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা নিয়ে উপস্থাপনা প্রদান করা হয়। ভবিষ্যতে সদস্য রাষ্ট্রসমূহকে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় জানানো হয় যে, বাংলাদেশের সিভিল এভিয়েশন একাডেমি ICAO TRAINAIR PLUS প্রোগ্রামের “গোল্ড মেম্বারশিপ” অর্জন করেছে। এটি দেশের এভিয়েশন প্রশিক্ষণের মান ও আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন।
উল্লেখযোগ্যভাবে, ICAO বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে অতিরিক্ত প্রশিক্ষণ কর্মসূচিরও অনুমোদন দিয়েছে, যা এ খাতের ভবিষ্যৎ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আরও পড়ুন
পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ড. ইউনূস
রানা প্লাজা ধসের ১২ বছরেও থামেনী স্বজনদের আহাজারি, সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’