August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 13th, 2025, 5:45 pm

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ বোর্ড

বেরোবি প্রতিনিধি

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য না ডেকেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সর্বমোট ১৮ জন প্রার্থী আবেদন করেন। সংস্থাপন শাখায় আবেদন জমা পড়ার পর যাচাই বাছাইয়ের জন্য বিভাগে পাঠালে, বিভাগীয় প্ল্যানিং কমিটি অন্তত ৭ টি আবেদন বাতিল করেছেন।

বিশ্ববিদ্যালয়ের আইনে প্ল্যানিং কমিটি গঠনের ক্ষেত্রে বিভাগের এক তৃতীয়াংশ শিক্ষক দিয়ে গঠন করার কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মীর তামান্না ছিদ্দিকাকে অন্তর্ভুক্ত করেন বর্তমান বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী। অভিযোগ রয়েছে পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে প্ল্যানিং কমিটির সদস্য তিনজন থাকলেও মীর তামান্না ছিদ্দিকাকে নিয়ম ভেঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। আবেদনকারী সংশ্লিষ্ট বিষয়ের না এই কারণ উল্লেখ করে অন্তত চারজন প্রার্থী এবং নম্বরপত্রের অনুলিপি ও আবেদন অপূর্ণাঙ্গ উল্লেখ করে বাকি তিনজনের আবেদন বাতিল করেন তারা।

পরীক্ষার জন্য ডাক না পেয়ে গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে স্বশরিরে এসে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক নিয়োগে আবেদনকারী খন্দকার সুরাইয়া আক্তার। তিনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে দেখা করেন। পরে প্রশাসন থেকে তার এই সমস্যা সমাধান করে দেওয়া হবে বলে আশ্বাস  দেওয়া হলে তিনি প্রশাসনিক ভবন ত্যাগ করেন। কিন্তু পরদিন সাত প্রার্থীকে বাদ দিয়ে ১১ জন প্রার্থীকে নিয়েই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নামে কোন বিভাগ না থাকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট অনুষদভুক্ত অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে কোন বিভাগ থেকেই আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়াও এ বিভাগের বেশিরভাগ শিক্ষকই ডেভলপমেন্ট স্টাডিজ, লোকপ্রশান, শান্তি ও সংঘর্ষ, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ থেকে নিয়োগ পাওয়া। কিন্তু এবারের নিয়োগ বোর্ডে এসকল বিভাগ থেকেও কয়েকজন প্রার্থী আবেদন করেও বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কুন্তলা চৌধুরীকে ফোন করা হলে ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন। পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ওই প্রার্থী সময়মতো কাগজপত্র জমা দেননি। পরে জমা দিলে তা গ্রহণযোগ্য নয়। তবে আমরা বিষয়টি বিভাগে পাঠিয়েছিলাম, তারা প্ল্যানিং কমিটি গঠন করে সিদ্ধান্ত দিয়েছে।

প্ল্যানিং কমিটিতে তিনজন থাকার নিয়ম থাকলেও চারজন কেন ছিলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওদের প্ল্যানিং কমিটি ভুল ছিল।

 

 

 

গাজী আজম হোসেন