বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। রুপালি ব্যাংক রংপুর জোনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, রুপালি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মোতলেব হোসেন প্রামানিক, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার এ. কে. এম. ফেরদৌস, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গাজী আজম হোসেন
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট