Tuesday, March 21st, 2023, 3:14 pm

বেরোবিতে তথ্য অধিকার আইন বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকর, রংপুর :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,(বেরোবি) রংপুরে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তথ্য বাতায়ন হালনাগাদকরণ ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত সচেতনতামূলক র‌্যালিটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে রাসেল চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, তথ্য বাতায়ন হালনাগাদকরণ ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বক্তৃতা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।##