March 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 11th, 2025, 10:18 am

বেরোবিতে প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে হলে গবেষণার কোন বিকল্প নেই। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে গবেষণাসহ বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারে ‘রিসোর্স পার্সন’ হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান টেকনোলজি বিশ^বিদ্যালয়ের ড. মোঃ রেজাউল ইসলাম খান এবং সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের ড. ভেন পাওলো বি ভ্যালেনজুয়েলা।
আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিবের সঞ্চালনায় সেমিনারে অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।