December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 12th, 2024, 9:39 pm

বেরোবিতে বহিষ্কৃত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা করছেন অফিস, পাচ্ছেন বেতন

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলেও তারা এখনো অফিস করছেন এবং বেতনও পাচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

তবে সিন্ডিকেটে বহিষ্কার সিদ্ধান্ত পাস হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ প্রদান করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দেখা যায়, সাত কর্মকর্তা-কর্মচারীর অধিকাংশই নিয়মিত অফিস করছেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন কেন্দ্রীয় ভাণ্ডারের সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের উপ-রেজিস্ট্রার মাহবুবা আক্তার, প্রক্টর অফিসের রাফিউল হাসান রাসেল, নিরাপত্তা শাখার উপ-রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম জনি, কর্মচারী আমির হোসেন, আশিকুন্নাহার টুকটুকি এবং নুরনবী।

বহিষ্কৃত দুই শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ অফিসে না এলেও নিয়মিত বেতন ও বোনাস পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হানুর রহমান বলেন, আবু সাঈদের মৃত্যুর চার মাস পার হলেও সঠিক বিচার হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন এখনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না? কেন তারা এখনো অফিস করতে পারছেন এবং বেতন পাচ্ছেন?

সমাজবিজ্ঞান বিভাগের উপ-রেজিস্ট্রার মাহবুবা আক্তার বলেন, ‘আমি অফিশিয়ালি কোনো নোটিশ বা আদেশ পাইনি, তাই অফিস করছি।’

ট্রেজারার দপ্তরের হিসাবরক্ষক কর্মকর্তা মো. মাজারুল আনোয়ার বলেন, ‘আমাদের দপ্তরে বেতন বন্ধ করার অফিশিয়াল কোনো নোটিশ আসেনি। তাই তাদের অক্টোবর মাসের বেতন দেওয়া হয়েছে।’

সাঈদ হত্যার ঘটনায় তদন্ত কমিটির সদস্যসচিব ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘কিছু প্রক্রিয়া মেনে চলা হচ্ছে।

আশা করছি, খুব দ্রুত বহিষ্কারের আদেশ আসবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ‘এটি যথাযথভাবে প্রক্রিয়াধীন। তাদের কাজের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগেই তাদের বেতন প্রদানে স্বাক্ষর করা হয়েছিল, তাই তারা বেতন পেয়েছেন। এতে কোনো সমস্যা হবে না এবং বেতন কাটা সম্ভব হবে।