October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 7:33 pm

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর পার্কের মোড়ে অবস্থিত শহিদ আবু সাঈদ চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার অসামান্য ত্যাগের প্রতি সম্মান জানিয়ে যে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা শুধু একটি স্থাপত্য নিদর্শনই হবে না, বরং এটি আগামী প্রজন্মকে ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে। তিনি আরও জানান, শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের তিনটি নকশার মধ্যে থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরে নির্মাণকাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, শহিদ আবু সাঈদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বীর সন্তান। তার স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার তথা সারাদেশের মানুষ তার অবদানকে নতুনভাবে জানতে পারবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নান্দনিকতাও বৃদ্ধি পাবে। উপাচার্য আরও বলেন, এই স্মৃতিস্তম্ভ হবে আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত রাখার অনবদ্য প্রতীক।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং রংপুর জেলা প্রশাসকসহ স্থাপত্যবিদ ও প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।