রুকসানা রাফা, জেলা প্রতিনিধি, রংপুর:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন এবং শরীর উভয়েই ভালো থাকে। আর যাদের শরীর ও মন ভালো থাকে তারা মাদক গ্রহণ করে না। সুতরাং মাদকমুক্ত সুস্থ্য জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শনিবার (৩০ নভেম্বর ২০২৪) বিকেলে বিশ^বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত শহীদ আবু সাঈদ আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, আমরা এই বিশ^বিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো। সব ধরনের খেলাধুলা চালু থাকবে। খেলাধুলার জন্য ক্রিড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সকলের সহযোগিতা অব্যহত থাকলে এই বিশ^বিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে। তিনি বিশ^বিদ্যালয়ের উন্নয়নে সকলকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছেড়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরামর্শদানের জন্য আহ্বান জানান।
এক অনাঢম্বর অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পিতা মোঃ মকবুল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক প্রমুখ বক্তৃতা করেন। পরে বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ-আল মাহবুব খেলোয়ারদেরকে শপথ বাক্য পাঠ করান।
আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে বিশ^বিদ্যালয়ের সকল বিভাগ অংশগ্রহণ করে। এবছর টুর্নামেন্টে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও পৃথক দলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বাংলা এবং ইতিহাস বিভাগের ছাত্রীরা অংশ নিয়েছে।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার