December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 21st, 2025, 7:35 pm

বেরোবির প্রথম সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত, সমাবর্তন জানুয়ারির ২য় সপ্তাহে

 

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথম সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারিত হয়েছে—এমন খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমে আগামী ২০ ডিসেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও, ওই দিন ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তনের চূড়ান্ত তারিখ ও সময়সূচি নির্ধারিত হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।