October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 17th, 2025, 5:59 pm

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহর বিরুদ্ধে গবেষণা অনিয়মের অভিযোগ

গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বিরুদ্ধে গবেষণার নামে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য থাকাকালীন সময় গবেষণার নাম করে তিন লক্ষ টাকা তুলে নেন ড. কলিমউল্লাহ।

পরবর্তীতে উপাচার্যের দায়িত্ব শেষ হলে নতুন উপাচার্য ড. হাসিবুর রশিদের আমলেও এই টাকার কোন হিসাব দেননি তিনি। টাকা নেয়ার প্রায় পাঁচ বছর হয়ে গেলেও, এখনো পর্যন্ত সেই টাকার কোন হিসাব দিতে পারেনি তিনি।

সম্প্রতি ইউজিসির একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে কলিমুল্লাহর এমন অনিয়ম চিত্র খুঁজে পায়। দ্রুতই এই টাকার সমন্বয় করারও নির্দেশনা দেয়া হয়, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কলিমুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয় ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় রেজিস্টার ড. হারুন অর রশিদ বলেন, আমরা উনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি৷ যখন আমাদেরকে ইউজিসি এটি জানিয়েছে তখনই আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এ টাকাগুলো এডজাস্ট করার জন্য নোটিশ দিব।

 

গাজী আজম হোসেন