February 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 13th, 2025, 8:14 pm

বেরোবি রসায়ন বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

রংপুর ব্যূরো: বর্নিল আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে রসায়ন বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর সামনে দিবসটি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল লতিফসহ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য।

এসময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রসায়ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীকে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, জ্ঞান চর্চায় শিক্ষক ও শিক্ষার্থীর নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আগামীতে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।