নিজস্ব প্রতিবেদক, রংপুর :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। এজন্য নিয়মিত অবসর সময়ে ক্রীড়া চর্চা করা উচিত। সোমবার (১৩ মার্চ, ২০২৩) সকালে ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৩ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, সহ-সভাপতি ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, ক্রীড়া সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটির আহবায়ক ড. আল-হেলালসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে চার শিক্ষক,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের প্রশাসনিক বিভিন্ন পদে চার শিক্ষককে দায়িত্ব প্রদান করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কাজী রেজুয়ান হোসেন ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক পদে, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে এবং ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের প্রভাষক মোঃ রবিউর ইসলামকে শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৩ মার্চ, ২০২৩) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাঁদের এসব পদে দায়িত্ব প্রদান করা হয়।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি