বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা রাখার পায়ের উপর দিয়ে উল্টোপথে আসা একটি ট্রাক চলে যাওয়ায় প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বর্তমানে তাকে রংপুর প্রাইম মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেইটের সামনে দুপুর ২ টার দিকে সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, বেলা সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার বিচার, সড়ক ব্যবস্থাপনা, রাকার চিকিৎসা ও ফুটওভার ব্রিজের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
গণিত বিভাগের শিক্ষার্থী রুবায়েত জাহিন বলেন, অত্যন্ত দু:দুঃখজনক। ভাগ্যিস বড় দুর্ঘটনা ঘটেনি। তার সুস্থতা কামনা করি।প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। গতিসীমা অতিক্রম বা উল্টোপথে গাড়ির ক্ষেত্রে যাতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা নিশ্চিত করা দরকার। মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে আমাদেরও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। জনদুর্ভোগ আপাতত না করি।এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া যাতে হয়।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাদিয়া সুচি বলেন, ক্লাস পরীক্ষার জন্য প্রতিনিয়ত আমাদের এই সড়কটি পাড় হতে হয়। প্রতিটি মুহূর্তেই মনে হয় কখন যে দুর্ঘটনার শিকার হই, কখন যে পিছন দিক থেকে গাড়ি ধাক্কা দেয়। সত্যি বলতে গেলে এখানে একটা ওভারব্রিজ অনিবার্য প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। আজ থেকে এখানে ২৪ ঘণ্টা ট্র্যাফিক পুলিশ থাকবে। রোড ডিভাইডারে দেওয়া হবে। ফুটওভার ব্রিজ তৈরি করা হবে।
আরও পড়ুন
ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল
ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি ভিসির সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময়
ডাকসু নির্বাচনের লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু