November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 9th, 2024, 12:11 am

বেসরকারি পর্যায়ে প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি পর্যায়ে ৫ লাখ ৮৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল এবং ১ লাখ ৬২ হাজার আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. লুৎফর রহমানের সই করা এক অফিস আদেশে এ অনুমতি দেওয়া হয়। মোট ১০২টি প্রতিষ্ঠানকে এই চাল আমদানির অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।

চাল আমদানির ক্ষেত্রে পাঁচটি শর্তও জুড়ে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। শর্তগুলো হলো বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এসব চাল দেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (আমদানি অনুমতি) জারি করা যাবে না। আমদনি করা চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না। আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে।

৩০ অক্টোবর ২০২৪
চালের দাম বাড়ছেই, সরকারি মজুত কমছে
সম্প্রতি বেসরকারি পর্যায়ে আমদানি উৎসাহিত করতে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিয়েছে সরকার। চালের মজুত বাড়ানোর পাশাপাশি দাম সহনীয় রাখতে সরকারও চাল আমদানির উদ্যোগ নিয়েছে।