March 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 23rd, 2025, 4:17 pm

বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক আক্তার গ্রেফতার

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় দায়ের করা এ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) ভোরে সিলেট সদর উপজেলার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, এর আগে শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরীর একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান শান্তসহ কয়েকজন আহত হন।

পরে এ ঘটনায় মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় আহত শান্ত বাদী হয়ে পাঁচা জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামে একজন মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে আক্তার নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার এজাহারে তিন নম্বর আসামি।’