January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 25th, 2024, 8:09 pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

একটি স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে দেশের মূল ধারার গণমাধ্যমগুলোসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারমূলক চিঠি বা তালিকা ভুয়া বলে দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

অপপ্রচারে বলা হচ্ছে, ‘এসব গণমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে নাই বা সহযোগিতা করে নাই, তাই তাদের সহযোগিতা না করতে। সহযোগিতা করলে অপমান অপদস্থ, চাকরিচ্যুত করা হবে’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানানো হয়েছে, ‘এ ধরনের অপপ্রচারমূলক চিঠি বা তালিকা ভুয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

রবিবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

—–ইউএনবি