August 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 19th, 2025, 6:31 pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামীলীগের ৫ জন গ্রেফতার

রংপুর ব্যুরো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামীলীগের ৫ জন গ্রেফতারবিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামীলীগের ৫ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডে সভাপতি শাওদত শায়েম শাকিল (৩০), ২৪ নং আওয়ামীলীগের সদস্য হারুন অর রশিদ (৬৩), পশুরাম থানা আওয়ামীলীগের সভাপতি ও রসিকের কাউন্সিলর প্রয়াত হারাধন রায় হারার সহযোগি আনিছুর রহমান (৫৪), মহানগর আওয়ামীলীগের সদস্য অঞ্জন সরকার (৫৭), মহানগর আওয়ামীলীগের সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনশির সহকারী লাবলু মিয়া (২৮)। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহার নামীয় আসামী।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, রংপুর মেট্রোপলিটন এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামীদের গ্রেফতারে সকল থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।##

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ