বোমা আতঙ্কে বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত ৯টা ৫৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।
বোমার আতঙ্ক থাকলেও বিমানটির ভিতরে তল্লাশি চালিয়ে এ জাতীয় কিছু পাওয়া যায়নি। বিমানবন্দরের নিরাপত্তার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
১৫ জানুয়ারির মধ্যে ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী