October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 2:41 pm

বোরকা পরে রাজধানীর মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

 

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে বোরকা পরা দুইজন চোর শপিং মলে প্রবেশ করে। পরে তারা শম্পা জুয়েলার্সের শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

দোকানের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণ ছিল। এছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল, যা চোরের দল লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোনে খবর দিলে এসে দেখি দোকান ফাঁকা।”

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

এর আগে গত রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

এনএনবাংলা/