August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 4:19 pm

বোরহানউদ্দিনে বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি

 

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে স্মরণকালের বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ আগস্ট) বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে জনাকীর্ণ বিজয় র‌্যালিটি মিছিল সহকারে উপজেলা বিএনপি’র কার্যালয় চত্বর

থেকে শুরু হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোক র‌্যালিতে যোগ দেন। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

বিজয় র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানা বলেন, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। রাহুমুক্ত হয়েছিল দেশ। স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের কাছে

দিনটি বিজয়ের, দিনটি আনন্দের। তিনি আরও বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি। ২৪ এর গণঅভ্যুথানের শহীদদেরও বাংলাদেশ

ভুলবে না।

এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী, শহিদুল আলম নাছিম কাজী, ,হুমায়ুন কবির সেলিম, পৌর বিএিনপি’র ভারপ্রাপ্ত

সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,উপজেলা যুবদলের আহবায়ক শিহাবউদ্দিন হাওলাদার,সদস্য সচিব মো. জসিমউদ্দিন খাঁন সহ

অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।