January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 13th, 2022, 8:18 pm

বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, আহত ১০

চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের ১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ গেটে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী উপজেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত জানান, স্যার আশুতোষ সরকারি কলেজের বহুমুখী সংকট নিরসনের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হলে ছাত্রলীগ নেতা শিমুল সরদারের নেতৃত্বে হামলা চালানো হয়।

সংঘর্ষে আহতরা হলেন-ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী, দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া,বোয়ালখালী কমিউনিস্ট পার্টির সভাপতি সাইফুদ্দিন সাইফ, দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন,দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন সাইফু, ছাত্র ইউনিয়ন সদস্য ইয়াছিন, অমিত, রাশেদ। বাকিদের নাম জানা যায়নি।

কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষা সংকট, ভবন সংকটসহ বিভিন্ন সংকট নিরসনের দাবি জানিয়ে কলেজ ছাত্র ইউনিয়ন মানববন্ধন করছিল। এসময় কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে চাইলে কলেজ ছাত্রলীগের নেতারা তাতে বাধা দেন। একপর্যায়ে চলমান মানববন্ধনে কাঠ ও লোহার পাইপ নিয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল সর্দার, রয়েল দেবনাথ ও মো. কাইয়েুমের নেতৃত্বে অতর্কি তভাবেহামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর শুরু করেন, এসময় বেশ কয়েকজনের মোবাইলও ছিনিয়ে নেয়া হয়।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল সর্দার বলেন, কোনে হামলার ঘটনা ঘটেনি। ছাত্র ইউনিয়ন মানববন্ধনের নামে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছিল। আমরা তাদের মানববন্ধন থেকে সরিয়ে দিতে চাইলে ধাক্কাধাক্কি হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্র ইউনিয়ন মানববন্ধন করতে চাইলে ছাত্রলীগের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তবে হামলার মতো কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

—-ইউএনবি