নিজস্ব প্রতিবেদক, রংপুর :
সাম্প্রতিক সময়ে অনলাইন প্লাটফর্মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম ও লোগো ব্যবহার করে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খুলেছে। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্টে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করা হচ্ছে। ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে সর্বসাধারণ বিভ্রান্ত হচ্ছে। তাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম ও লোগো ব্যবহার করে খোলা সকল ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট অবিলম্বে বন্ধ করতে নির্দেশ প্রদান করা হয়। একই সাথে এখন থেকে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খোলার ক্ষেত্রে সরাসরি বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়। উপর্যুক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি