অনলাইন ডেস্ক :
মানুষের নিজস্ব কিছু ব্যাপার থাকে। মানুষ তার বাইরে যেতে পারে না। ভালোবাসা, বিয়ের মতো মানুষের ব্যক্তিগত বিষয়গুলো কেন সবাইকে জানাতে হবে। এসব জানানো কি খুব জরুরি একজন মানুষের জন্য? সব বিষয় কেন সবার সামনে আনতে হবে। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খান। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন শাকিব খান। অভিনেতা বলেন, সারা বিশ্বের আর কোথাও এমন হয় না। শুধু আমাদের এখানেই তারকাদের বিয়ে-প্রেম নিয়ে এত কথা হয়। আমার বিয়ে-সন্তান সবকিছুই আমি স্বীকার করেছি। জয়, বীর দুজনই আমার সন্তান। তাদের ঠিকমতো মানুষ করার দায়িত্ব আমারই। প্রত্যেক নায়িকার সঙ্গেই তার প্রেমের কথা ছড়ানো হয়। এটাকে উদ্দেশ্য প্রণোদিত মনে করেন শাকিব। তিনি বলেন, যখন থেকে আমার সিনেমা দর্শকরা গ্রহণ করা শুরু করেছে তখন থেকেই আমার অভিনীত প্রতিটি সিনেমার নায়িকাদের সঙ্গে অনেকেই অহেতুক প্রেমের কথা ছড়িয়েছে। সবকিছু তো আর সত্য না। আমাকে নিয়ে মিথ্যা কথা ছড়াতে পারলে অনেকেই আনন্দিত হোন। আমার কোনো কিছু গোপন রাখিনি, সবই জানিয়েছি সময়মতো। দেশের আরেকটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সংসার প্রসঙ্গে ঢাকাই ছবির কিং খান বলেন, দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির