অনলাইন ডেস্ক:
ব্যাংকারদের বিদেশ ভ্রমণে আর বাধা থাকছে না। সব ধরনের বাধা উঠিয়ে নেওয়া হলো। এমনকি এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে বাংলাদেশ ব্যাংকেরও কোনো অনুমতির নেওয়ার প্রয়োজন হবে না।
রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের কোনো অনুমতি নিতে হবে না। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনারের কর্মকর্তারা যেতে পারবেন।

আরও পড়ুন
কবি নজরুলের পাশে শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হবে
শনিবার ওসমান হাদির জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
আজ নয়, কাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শহীদ ওসমান হাদির মরদেহ