ব্যাংক ডিপোজিটের ওপর আবগারি শুল্ক আরোপের বিষয়ে কিছু পরিবর্তনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এসব প্রস্তাব করেন তিনি।
তবে ১০ লাখ টাকা পর্যন্ত ডিপোজিটের ক্ষেত্রে আবগারি শুল্কের কোনো পরিবর্তন হবে না।
বর্তমানে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্তরের আবগারি শুল্ক ৩ হাজার টাকা। ১০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থের জন্য ৩ হাজার টাকা আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এরপর ৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত অর্থের জন্য ৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ করা হবে।
বর্তমানে ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ডিপোজিটের স্তরগুলোতে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক আদায় করা হচ্ছে। অর্থমন্ত্রী ১ কোটি থেকে ২ কোটি টাকা পর্যন্ত অর্থের জন্য ১০ হাজার টাকা আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন। আর ২ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থের জন্য ২০ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছেন।
স্তর অনুযায়ী ৫ কোটি টাকার বেশি ডিপোজিটে আবগারি শুল্কের পরিমাণ অপরিবর্তিত রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এছাড়াও অফশোর ব্যাংকিং আইনের আওতাধীন অফশোর ব্যাংকিং ইউনিটে রাখা আমানতকারী বা বিদেশি ঋণদাতাদের হিসাবে আবগারি শুল্ক তুলে দেওয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
—–ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড