শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যাটিং ধস নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। ব্যাটারদের দায়িত্বহীনভাবে ব্যাটিং করাকে কাঠগড়ায় তুলছেন অনেকে।
দলের ব্যাটিংয়ের এমন দুর্দশা নিয়ে দেশের এক টেলিভিশনকে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে স্পষ্ট করে বলেছেন ব্যাটারদের মানসিকতার কথা।
বিসিবি সভাপতি বলছিলেন, ‘একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে রান তাড়া করা সম্ভব হবে। যখন শান্ত রান আউট হয়ে গেল, তারপর আমার মনে হচ্ছিল এই উইকেট সেট হয়ে আউট হওয়াটা দলের জন্য বড় অসুবিধা। নতুন ব্যাটারের জন্য সেট হয়ে রান তাড়া করা কঠিন। তবে এই উইকেটে ব্যাটারদের যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার মনে হয় সেটা নিয়েও কাজ করা উচিত।’
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের তোপে আড়াইশোর আগেই স্বাগতিক শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল সফরকারীরা। জবাবে ব্যাট হাতেও দারুণ শুরু পায় টাইগাররা। এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ। এমন শুরুর পর হঠাৎ ছন্দ পতন ঘটে।
এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরও ছয় ব্যাটার। অর্থাৎ, ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন
ব্রাজিল বিশ্বকাপ, অলিম্পিকের হাতছানি ঋতুপর্ণাদের
ইতালির নাগরিক তাবেলা হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়