অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট, বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার দায়িত্বটা থাকে তাঁর কাঁধে। টেস্টে ১৩ নম্বরে থাকলেও ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর বোলার তিনি। ট্রেন্টব্রিজে ইংলিশদের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসেও শিকার করেছেন ৫টি উইকেট। সেই বোল্ট মঙ্গলবার (১৪ জুন) ব্যাট হাতে গড়ে ফেললেন এক রেকর্ড। টেস্ট ক্রিকেটে ১১ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন এই কিউই পেসার। ট্রেন্টব্রিজে টেস্টের পঞ্চম দিন ১১ নম্বরে নেমে মুখোমুখি ষষ্ঠ বলে দুই রান নিয়ে রানের খাতা খুলেন বোল্ট। এরইমধ্যে দিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধনরকে ছাড়িয়ে ১১ নম্বরে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান তিনি। টেস্টে ১১ নম্বরে নেমে ৯৮ ইনিংসে ৬২৩ রান করেছিলেন মুরালি। মঙ্গলবার (১৪ জুন) ১৭ রান করায় ১১ নম্বরে পজিশনে বোল্টের রানসংখ্যা দাঁড়াল ৬৪০-এ। বোল্ট-মুরালির পর এই তালিকার তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। তিনি ১১ নম্বরে নেমে করেছেন ৬১৮ রান।
আরও পড়ুন
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি