November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 9:03 pm

ব্যানার-পোস্টারে নগর দূষণকারীদের তালিকা প্রকাশ করবে ডিএনসিসি

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগরীকে আবর্জনা ও প্লাস্টিক দূষণ থেকে মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি নগর প্রশাসন ঘোষণা করেছে, শহরের শীর্ষ দূষণকারীর তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, নগরজুড়ে অবৈধভাবে পোস্টার, ব্যানার ও ফেস্টুন স্থাপনকারীদের ওপর জরিপ চলছে। ইতিমধ্যেই বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা শীর্ষ দূষণকারীর তালিকায় স্থান পেয়েছে। তালিকায় রয়েছে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও।

গত অক্টোবর মাসে নগরজুড়ে ১ লাখ ২৫ হাজার অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। প্রতিদিনের অভিযান শেষে সিটি করপোরেশনের কর্মীরা এসব প্রচার সরঞ্জামের পরিমাণ লিপিবদ্ধ করছেন, যার ভিত্তিতে শীর্ষ দূষণকারীদের নাম, পরিমাণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ব্যানার ও ফেস্টুনের মালিকদের সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী সাত দিনের মধ্যে সকল ব্যক্তি/প্রতিষ্ঠান তাদের অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, সাইনবোর্ড, এলইডি ইত্যাদি অপসারণ করবেন। অন্যথায় উচ্ছেদ, জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নগর প্রশাসক মোহাম্মদ এজাজ গণমাধ্যমকে বলেন, “প্রায়শই আমরা পোস্টার ও ব্যানারের আবর্জনা পরিষ্কার করি, কিন্তু কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তা আবার লাগাচ্ছে। এটি নগরের সৌন্দর্য নষ্ট করছে এবং প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে। এবার আমরা এই দূষণকারীদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করব এবং জরিমানা করব। যাতে মানুষও এই ধরনের আচরণের প্রতি সচেতন হয় এবং দূষণকারীদের ঘৃণা করতে শেখে।”

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আমরা অনুরোধ জানাচ্ছি, ডিজিটাল প্রচারণার মাধ্যমে অংশগ্রহণ করুন। নগরীর পরিবেশ ও মানুষের স্বার্থে যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানো বন্ধ করতে হবে। আমরা প্রার্থীদের অনুরোধ করবো তারা যেন একটি পরিবর্তনের অংশিদার হন। আমরা বহুদিন ধরে তাদের অনুরোধ করছি, তারপর তিরষ্কার করবো, তাতেও না হলে জরিমানা করবো। প্রয়োজনে প্রার্থীর নাম ধরে ধরে নির্বাচন কমিশনের অভিযোগ করবো। কোনোভাবেই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি এলাকায় আবর্জনা তৈরি করতে দেবো না।”

এনএনবাংলা/